* | পল্লী সমাজসেবা কার্যক্রম | * পল্লী অঞ্চলে দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূলস্রোত ধারায় আনয়ন; * ৩০০০০/= টাকা পর্যন্ত সুদ মুক্ত ঋণ বিতরণ; * সচেতনতা বৃদ্ধি উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লÿÿ্য প্রশিÿণ প্রদান এবং পুজি গঠনে সঞ্চয় বৃদ্ধি করা; | নির্বাচিত গ্রামে স্থায়ী বাসিন্দা যিনিঃ- * আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকা ভুক্ত ব্যক্তি/পরিবার। | নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পরঃ- * ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে; * ২য়/৩য় পর্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে; |
* | পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম | * পল্লী অঞ্চলে দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূলস্রোত ধারায় আনয়ন; * ৩০০০০/= টাকা পর্যন্ত সুদ মুক্ত ঋণ বিতরণ; * সচেতনতা বৃদ্ধি উদ্বুদ্ধকরণ এবং দÿতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান এবং পুজি গঠনে সঞ্চয় বৃদ্ধি করা; | নির্বাচিত গ্রামে স্থায়ী বাসিন্দা যিনিঃ- * আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকা ভুক্ত ব্যক্তি/পরিবার। | নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পরঃ- * ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে; * ২য়/৩য় পর্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে; |
* | এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম | ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ | এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০ হাজার টাকার নীচে; | * ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধে; * ২য়/৩য় পর্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে; |
* | বয়স্ক ভাতা কার্যক্রম | সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার কার্যক্রমে নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান এর জন্য নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি ৩০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে। | * উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরম্নষ যার বার্ষিক গড় আয় অনূর্ধ ৩০০০/=টাকা; * শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীন পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়; * তালাব প্রাপ্ত, বিধবা, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন, ভুমিহীন বয়স্ক ব্যক্তি। | * বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ; * নির্বাচিত ভাতাভোগী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে অথবা এককালীন ভাতা উত্তোলন করবেন; * অসুস্থ/মৃত্যুজণিত কারণে ভাতাভোগীর নমিণী বকেয়া ভাতাসহ উত্তোলন করতে পারবেন। |
* | বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রম | সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার কার্যক্রমে নির্ধারিত হারে বিধবা ভাতা প্রদান এর জন্য নির্বাচিত বিধবা মহিলাদের জনপ্রতি ৩০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে। | * তালাব প্রাপ্ত, বিধবা, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন, ভুমিহীন মহিলা ব্যক্তি। | * বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ; * নির্বাচিত ভাতাভোগী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে অথবা এককালীন ভাতা উত্তোলন করবেন; * অসুস্থ/মৃত্যুজণিত কারণে ভাতাভোগীর নমিণী বকেয়া ভাতাসহ উত্তোলন করতে পারবেন। |
* | অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম | সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার কার্যক্রমে নির্ধারিত হারে প্রতিবন্ধী ভাতা প্রদান এর জন্য নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি ৩০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে। | * ৬ বছরে উর্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পাননা; যিনি চাকুরীজীবি কিংবা পেনশনভোগী নন; * প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক পারিবারিক আয় ২৪ হাজার টাকার কম; | * বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগীদের মধ্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ; * নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলণ করবেন; |
* | প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি | প্রতিবন্ধী শিক্ষার্থদের ৪টি সত্মরে বিভক্ত করে নিম্নরুপ হারে উপবৃত্তি প্রদানঃ- * প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৩০০ টাকা; * মাধ্যমিক সত্মর (৬ষ্ঠ-১০ম শ্রেণী) : জনপ্রতি মাসিক ৪৫০ টাকা; * উচ্চ মাধ্যমিক সত্মর (একাদশ ও দ্বাদশ শ্রেণী) : জনপ্রতি মাসিক ৬০০ টাকা; * উচ্চতর সত্মর (স্নাতক ও স্নাতকোত্তর) : জনপ্রতি মাসিক ১০০০ টাকা; | সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী, যাদের বার্ষিক পারিবারিক আয় ৩৬,০০০/= টাকা নীচে। | বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩মাসের মধ্যে নতুন উপবৃত্তির গ্রহণকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিত ভাবে শিক্ষাকালীন সময়ে; |
* | মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা | সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মুক্তিযোদ্ধা ব্যক্তিদের ভাতা প্রদান। নির্বাচিত মুক্তিযোদ্বধাদের জনপ্রতি সম্মানী ভাতা ২০০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে। | * মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২০০০/= টাকার উর্ধের নয়; * মুক্তিযোদ্ধা বলতে জাতীয় ভাবে প্রকাীমত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অর্মতভূক্ত, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভুক্ত আছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। * এক্ষেত্রে কর্মক্ষম নন বা আংশিক কর্মক্ষম/ভুমিহীন/কর্মহীন/ সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকার পাবেন; | * বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ; * মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রতিমাসে প্রদান করা হয় তবে ইচ্ছা করলে একাধিক মাসের বকেয়া ভাতা একত্রে উত্তোলণ করতে পারবেন। |
* | বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ট প্রদান | *১৮ বৎসর বয়স পর্যমত্ম এতিম শিশুদের প্রতিপালন। * আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। * শিশুর পরিপূর্ণ বিকাশ সহ পুনর্বাসন ও স্বনির্ভরতার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। | * বেসরকারী এতিমখানার ৫ থেকে ৯ বৎসর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশূ বা শতকারা ৫০ ভাগ শিশু। | * বেসরকারী এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্টের আবেদন প্রাপ্তির ৭ মাস পর। |
*
| সমা্জকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থা সমূহে অনুদান প্রদানে সহায়তা | * নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সাধারন অনুদান এবং আয় বর্ধক কর্মসূচীর জন্য ১ লক্ষ টাকার অনুদান; * প্রতিষ্ঠান/সংগঠন/দুস্থ ব্যক্তিদের বিশেষ সর্বোচ্চ ২৫ হাজার টাকা অনুদান * আকস্মিক দূর্ঘটনা বা প্রাকৃতিক দূর্যোগের জন্য জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার টাকা;
| * নিবন্ধন প্রাপ্ত সাধারন স্বেচ্ছাসেবী সংগঠন। * বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। * দরিদ্র/ক্ষতিগ্রস্থ ব্যক্তি। | * জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বারিত ফরমে আবেদন করতে হবে। * ডিসেম্বরের মধ্যে উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে আবেদনপত্র বাছাই করে জেলা সমাজকল্যাণ পরিষদে প্রেরণ করবে। * জাতীয় সমাজকল্যাণ পরিষদ এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। |
৬ | গুরত্বপূর্ন প্রকল্প (যদি থাকে) | - |
৭ | সাংগঠনিক কাঠামো | - |
৮ | জনশক্তি | - |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস